ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলিতে কোভিড টিকাকরণের সামগ্রিক চিত্র (একটি অথবা দুটি ডোজ) তুলে ধরা হলো নীচের চলমান স্তম্ভ চিত্রে।
গত ১১ই জুন অব্দি সব থেকে বেশি টিকা করণ হয়েছে মহারাষ্ট্র তে। সংখ্যার নিরিখে দেশের মোট টিকরণের প্রায় ১০ শতাংশই হয়েছে ওই রাজ্যে। পশ্চিমবঙ্গে দেশের মোট টিকাকরণের প্রায় ৭ শতাংশ হয়েছে।
এখানে উল্লেখ্য: সংখ্যার নিরিখে লাক্ষা দ্বীপে দেশের মোট টিকাকরণের মাত্র ০.০২% হলেও ওই অঞ্চলের জনসংখ্যার নিরিখে প্রায় ৫৮% মানুষই কিন্তু টিকা পেয়েছেন (প্রথম এবং/ অথবা দ্বিতীয় ডোজ)। খুব শীঘ্রই সেই চিত্রও তুলে ধরবো আমরা আমাদের পেজে।
আর হ্যাঁ, আমাদের সেগমেন্টটি ভালো লাগল শেয়ার করতে ভুলবেন না যেন