১২ই আগস্ট বিশ্ব হাতি দিবস। সেই উপলক্ষ্যে আমাদের আলেখ্য।
হাতিদের সুরক্ষা এবং সংরক্ষণের জন্য প্রতিবছর এই দিনে বিশ্ব হাতি দিবস পালন করা হয়।
IUCN (International Union for Conservation of Nature) অনুযায়ী আফ্রিকান এবং এশিয়ান হাতিদের “ভয়াবহ (threatened)” বলে আখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ তারা মানুষের ওপর হানিকারক। ফলে অনেকসময় ভীত হয়ে মানুষ তাদের হত্যা করে। তাই এই বিশেষ দিনের মাধ্যমে মানুষের মধ্যে সঠিক জ্ঞান ও সচেতনতা বাড়ানোই হল বন্য হাতিদের সংরক্ষণের অন্যতম উপায়।
এখনো পর্যন্ত আফ্রিকায় চার লক্ষ এবং এশিয়ায় চল্লিশ হাজার হাতির সন্ধান পাওয়া গেছে। তবে তা নিয়ে মতবিরোধ ও কম নয়।
আজকের আলেখ্য-তে ২০১৭ সালের তথ্য অনুযায়ী ভারতের নানান রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে হাতির আনুমানিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছ। এদেশে সব থেকে বেশি হাতি রয়েছে কর্ণাটক রাজ্যে। তবে অনেক সময়ই হাতি এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায় বলে এই পরিসংখ্যান সম্পূর্ণ ত্রুটি মুক্ত নয়।