আলেখ্য
আজকের আলেখ্য এর বিষয় ভারতের স্বাস্থ্য পরিকাঠামো।
প্রথম ছবিতে দেখানো হয়েছে রাজ্য/ কেন্দ্র শাসিত অঞ্চল গুলিতে সরকারি হসপিটালের সংখ্যা। এই নিরীখে উত্তর প্রদেশ প্রথম এবং লাক্ষাদ্বীপ ও চণ্ডীগড় সর্বশেষ অবস্থানে রয়েছে।
দ্বিতীয় ছবিতে প্রতি এক লাখ জন সংখ্যায় হসপিটালের সংখ্যা দেখানো হয়েছে। এই নিরীখে অরুণাচল প্রদেশ সবার থেকে এগিয়ে এবং অন্ধ্রপ্রদেশ সব থেকে পিছিয়ে রয়েছে।