ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলিতে সাপের কামড়ে আক্রান্ত মানুষের সংখ্যা ২০১৮-১৯ (প্রতি এক লক্ষ জনসংখ্যায়)
আজকের আলেখ্য এর বিষয় বস্তু আনন্দের নয়। প্রতি বছর সারা পৃথিবীতে সাপের কামড়ে মানুষের মৃত্যুর সংখ্যার নিরিখে ভারতের স্থান সবার ওপরে। ২০১৮- ১৯ সালে পশ্চিমবঙ্গে প্রতিদিন (গড়ে) সাপের কামড়ে আক্রান্ত মানুষের সংখ্যা ১০০ এরও বেশি!
ভারতে মূলত চার প্রজাতির সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়, তবে সঠিক সময়ে আক্রান্তকে হাসপাতালে নিয়ে যেতে পারলে মৃত্যুর সংখ্যা অনেক কমানো সম্ভব।
এখানে আমরা ম্যাপ এ প্রতি এক লাখ জনসংখ্যায় সাপে কামড়ানো মানুষের সংখ্যা দিয়েছি (কামড়ানো, মৃত নয় কিন্তু)। আপাত দৃষ্টিতে দাদরা ও নগর হাভেলি সবার ওপরে থাকলেও ওখানের জনসংখ্যা মাত্র ~ ৪ লাখ ২২ হাজার ( ২০১৬ এর অনুমান) । অর্থাৎ কিনা সামগ্রিক সাপে কামড়ানো মানুষের সংখ্যার বিচারে সেটা নগণ্য।
বড়ো রাজ্য গুলির মধ্যে সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত রয়েছে পশ্চিমবঙ্গে দিনে প্রায় ১০০ জন ! বছরে ~ ৩৬,৫০০ )
পরিসংখ্যান বলছে বছরে ২০১৮-২০১৯ সালে ভারতে আক্রান্তের সংখ্যা ২,৩০,৯৫০
তবে এও লক্ষ্যনীয় যে সরকারি পরিসংখ্যান এবং রিসার্চ এর তথ্য /অনুমান এর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা গিয়েছে অতীতে। যেমন, সরকারি তথ্য বলছে ২০১৩ এবং ২০১৪ সালে ভারতে সাপের কামড়ে মৃত মানুষের সংখ্যা মাত্র ১১২৩ এবং ১০০৮. ওদিকে রিসার্চ বলছে সংখ্যাটা যথাক্রমে ৪৯,৫০০ এবং ৫০,৯০০ তাহলেই বুঝুন কতটা অবহেলিত এই রোগ এই দেশে।
তথ্যসূত্র: Clustering the envenoming of snakebite in India: The district level analysis using Health Management Information System data: Pradeep S. Salve, Shrikanta Vatavati, Jyoti Halla