যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দেশ/রাজ্যের নির্দিষ্ট অঞ্চলে অত্যন্ত দক্ষ কর্মী বিকাশের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে (“serves as a pivotal player in developing highly skilled personnel within the specified region of the country/state”) ভারতের সংসদের আইন (Act of Parliament of India) অনুযায়ী ভারতবর্ষের প্রথম সারিতে থাকা সেই সমস্ত উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে Institute of National Importance (INI)-এর মর্যাদা প্রদান করা হয়।
INI মর্যাদা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলি ভারত সরকারের তরফে বিশেষ স্বীকৃতি ও অর্থসাহায্য পেয়ে থাকে। স্থাপত্যবিদ্যা (Architecture), প্রকৌশলবিদ্যা (Engineering), বিজ্ঞান (Science), নকশাবিদ্যা (Design), ব্যাবস্থাপনাবিদ্যা (Management), চিকিৎসাশাস্ত্র (Medicine) ও ঔষধশাস্ত্র (Pharmacy)পঠন-পাঠন হয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে তাদের INI মর্যাদা প্রদান করা হয়ে থাকে।
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও এমন অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে:
AIIMS, কল্যাণী AIIMS Kalyani
IIEST, শিবপুর IIEST, Shibpur
IIIT, কল্যাণী IIIT Kalyani
IIM, কলকাতা IIM Calcutta
IISER, কলকাতা IISER Kolkata
IIT, খড়গপুর IIT Kharagpur
ISI, কলকাতা
NIPER, কলকাতা
NIT, দূর্গাপুর NIT Durgapur
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় Visva Bharati University